১১নভেম্বর,শিলিগুড়ি:
Union Bank of India তাদের 102 তম প্রতিষ্ঠা দিবস এর দিন শিলিগুড়ি কলেজ পাড়ায় ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজিওনাল অফিসে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই ব্যাংক করোনা অতিমারির সময় কালেও ছোট ব্যবসায়ী, চাষী ও কৃষি ব্যবসায়ীদের মতো গ্রাহকদের সুন্দরভাবে গ্রাহকদের পরিষেবা দিয়েছে। এদিনের এই সাংবাদিক বৈঠকে রিজিওনাল হেড সঞ্জীব কুমার এবং ডেপুটি রিজিওনাল হেড নিরঞ্জন কুমার জানান, তাদের এই ব্যাংকের দীর্ঘ সুন্দর এই এত বছরের সফরকালে যেভাবে গ্রাহকদের সুন্দর পরিষেবার দিয়ে এসেছি আগামী দিনেও আমরা এই সুন্দর পরিষেবা দিয়ে চলার চেষ্টা করবো।