১০ডিসেম্বর,শিলিগুড়িঃ
শিলিগুড়িতে ৪০ তম উত্তরবঙ্গ বইমেলা।
শিলিগুড়িতে কাঞ্চনজঙ্গা মেলা প্রাঙ্গণে এবার ৪০ তম উত্তরবঙ্গ বইমেলা জমে উঠলো। কলকাতা সহ বাংলাদেশ থেকেও এসেছে এই বইমেলায় প্রতিনিধিরা এবং বইপ্রেমী মানুষজন, কবি সাহিত্যিক লেখক। এবারের এই বইমেলা গত ২ডিসেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত, বইমেলা শুভ উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব দেব শংকর হালদার, বইমেলা উপলক্ষে বইয়ের স্টল যেমন ছিল পাশাপাশি মুখরাচক খাবার, বিস্কুটের কাপে চা, ফুচকা, বাহারি পান, জুয়েলারি, লেডিস ব্যাগ ইত্যাদি। সব মিলিয়ে এবারের এই বইমেলা উপলক্ষে ৮৫ টি স্টল হয়েছে বলে মেলা কর্তৃপক্ষ জানান। এবারের এই বই মেলায় প্রবেশ মূল্য রাখা হয়েছে কুড়ি টাকা, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য জানান, মানুষকে আরও বেশি করে বইয়ের প্রতি আগ্রহ হতে হব, বই পড়তে হবে, বই কিনতে হবে। এবারের এই বই মেলা উপলক্ষে প্রতিদিন থাকছে মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান।