৩০সেপ্টেম্বর,শিলিগুড়িঃ ভারতীয় জনতা পার্টি ডাকে ডাবগ্রাম ফুলবাড়ি সারা দেশে যখন কৃষিবিল মুকূব করা দাবিতে উত্তাল তখন ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপি পক্ষ থেকে কৃষি বিলের সমথনে আশিঘড় মোড় সংলগ্ন এলাকা ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গন থেকে এক মিছিল করলেন বিজেপি। তাদের দাবি এই কৃষি বিল পাশ হওয়া তে কৃষকরা লাভবান হবে দালালরা আর কৃষকদের ঠকাতে পারবে না। তাই কিছু রাজ নৈতিক সংগঠন এই বিরোধিতা করছে যেহেতু দালালদের আর কোন ভুমিকা থাকবে না কৃষকরা সরাসরি মালিকদের বিক্রি করতে পারবে বলে জানান বিজেপি নেত্রী শিখা চ্যাটার্জী।