২৮এপ্রিল,শিলিগুড়িঃ
বিধান মার্কেট এলাকায় যে সমস্ত দোকানদারদের নিজস্ব দোকান রয়েছে তবুও তারা দোকানের বাইরে ফুটপাত দখল করে মানুষের যাতায়াতের অসুবিধা করে ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন শিলিগুড়ি কর্পোরেশনের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জঞ্জাল বিভাগের মেয়র পরিষদ মানিক দে এবং দুই নম্বর বোরো চেয়ারম্যান মহম্মদ আলম। যদিও রঞ্জন সরকার জানান, এটা কোনও বিক্ষোভ নয়। ব্যবসায়ীরা তাদের নিজস্ব বক্তব্য রেখেছেন শুধুমাত্র, তিনি বলেন, আমরা শিলিগুড়িকে সুন্দর করে সাজাতে চাই। তার জন্য সকলের সহযোগিতা চাইছি।’ বিধান মার্কেট সবজির বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সুবল সাহা জানান, কিছু ভুল বোঝাবুঝির জন্য উত্তেজনা তৈরি হয়েছিল। আমরা বুঝিয়ে দিয়েছি এবং ক্ষমাপ্রার্থী, পুরনিগম কর্তৃপক্ষ ব্যবসায়ীদের ভালোর জন্যই এসেছিলেন বলে সুবল বাবু জানান।