শিলিগুড়িতে দশ মহাবিদ্যা মন্দিরের শুভ দ্বারোদঘাটন।

0
264

দশ মহাবিদ্যা মন্দিরের

শুভ দ্বারোদ্ঘাটন।

২২জুন,শিলিগুড়িঃ
শিলিগুড়ির নেপালি বস্তি রানী বাংলা এলাকায় বুধবার মহাসমারোহে দশ মহাবিদ্যা মন্দিরের শুভ দ্বার উদঘাটন অনুষ্ঠান সুসম্পন্ন হল।
এই মন্দিরের কর্মকর্তাদের অন্যতম কানাই পাল জানান, আসামের কামাখ্যা মন্দিরের বিকল্প হিসাবে এই মন্দির পরিচিতি লাভ করবে।
এই মন্দিরে 22 থেকে 26 শে জুন পর্যন্ত প্রতিদিন হোম, যজ্ঞ, পূজা-অর্চনা এবং প্রসাদ বিতরণ চলবে। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শিলিগুড়ি কর্পোরেশনের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, উত্তরবঙ্গ সংবাদের জেনারেল ম্যানেজার প্রলয় কান্তি চক্রবর্তী, শিলিগুড়ি 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মী পাল সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here