শিলিগুড়িতে গাঁজা সমেত তিন ব্যক্তি গ্রেফতার।

0
283

১৭অক্টোবর,শিলিগুড়ি:
গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর আউটপোস্ট এর সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে 106 কেজি 500 গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে।
গতকাল শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস ঢাকেশ্বরী মন্দির এর সামনে থেকে একটি পিকআপ ভ্যান সমেত এই তিন ব্যক্তিকে গাঁজাসহ পুলিশ আটক করে।
ধৃত তিন ব্যক্তির নাম, রামকৃষ্ণ ভৌমিক বয়স আনুমানিক 28, মনিনুর আলি বয়স আনুমানিক 24, এরা দুজনেই কুচবিহারের বাসিন্দা এবং তৃতীয় ব্যক্তির নাম বিজয় মন্ডল আনুমানিক বয়স 35, শিলিগুড়ির টিকিয়া পাড়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যায়। ধৃত ব্যক্তিদের আজ আদালতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here