১৯জুন,শিলিগুড়িঃ
শিখ ইয়ুথ ফোরামের পক্ষ থেকে আজ শিলিগুড়ি ভক্তিনগর চেকপোস্টের কাছে অস্থায়ী তাঁবু খাটিয়ে দুস্থ অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী এবং বাচ্চাদের হাতে জুস, দুধের প্যাকেট, চকলেট ইত্যাদি তুলে দেওয়া হয় বলে জানান, ফোরামের সভাপতি গোল্ডি সিং খালসা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিলিগুড়ি কর্পোরেশন এর প্রশাসক মন্ডল চেয়ারম্যান গৌতম দেব, প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য রঞ্জন সরকার প্রমুখ।