শারুগাড়া রেঞ্জের বনদপ্তর প্রচুর সেগুন কাঠ উদ্ধার করল।

0
275

শারুগাড়া রেঞ্জের বনদপ্তর প্রচুর বেআইনি সেগুন কাঠ উদ্ধার করল।
———————————–
৮অক্টোবর,শিলিগুড়িঃ
গোপন সূত্রের খবরের ভিত্তিতে শালুগাড়া রেঞ্জের বনদপ্তর রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ির অদূরে এন এইচ 31 ফুলবাড়ী এলাকা থেকে গতকাল রাতে একটি ট্রাকসহ প্রচুর বেআইনি সেগুন কাঠ উদ্ধার করল শারুগাড়া রেঞ্জের বনদপ্তর। বনদপ্তর সূত্রে জানা যায়, একটি ট্রাকের মধ্যে পুরনো
আসবাবপত্রের আড়ালে সেগুন কাঠ গুলি লুকিয়ে রাখা ছিল। উদ্ধার হওয়া বেআইনি সেগুন কাঠ গুলির আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। জানা যায়, সেগুন কাঠ বোঝাই ট্রাকটি অরুণাচল প্রদেশ থেকে বিহারে যাওয়ার উদ্দেশ্য ছিল। এই ঘটনায় চালক পলাতক, শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here