লক ডাউন ঘোষণা হতেই মদের দোকানে লাইন।
————————————
১৫ম,শিলিগুড়িঃ
লকডাউন ঘোষণা হতেই বিকালে শহর শিলিগুড়ির বিভিন্ন মদের দোকানে দীর্ঘ লাইন ও ভিড় চোখে পড়লো।
ক্যামেরা দেখতেই অনেকে মুখ ঢাকছেন ব্যাগ দিয়ে, কারও আবার মুখে নেই মাস্ক, ক্যামেরার সামনে তড়িঘড়ি রুমাল বা শার্ট দিয়েই নাক মুখ ঢাকছেন। মদের দোকানে লাইন এর এই চিত্র দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মনে যেখানে করোনা মহামারীতে প্রত্যেকদিন মানুষ আক্রান্ত হচ্ছেন, মৃত্যু-মিছিল সেখানে এই দৃশ্য কি শোভা পায়?