রোটারি ডিস্ট্রিক্ট 3240 পক্ষ থেকে
শুভ বিজয়ার মিষ্টি মুখ।
৬নভেম্বর,শিলিগুড়ি:
শিলিগুড়ির এস এফ রোডে অগ্নিনির্বাপক দপ্তর এর কর্মীদের আজ শিলিগুড়ি ডিস্ট্রিক্ট 3240 পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। করোনা মহামারী সময় কাল থেকে এখনো পর্যন্ত যে সমস্ত দপ্তরের যোদ্ধারা যেমন, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক, ফায়ার ব্রিগেড, সাফাই কর্মী এই সমস্ত যোদ্ধাদের দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়ে তাদের উৎসাহিত করার জন্য রোটারি ডিস্ট্রিক্ট 3240 সংবর্ধিত করে চলেছে। আজ অগ্নিনির্বাপক দপ্তরের যোদ্ধাদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানিয়ে তাদের হাতে গিফট তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক গভর্নর 3240 শুভাশিস চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট গভর্নর সন্দীপ ঘোষাল, সেক্রেটারি অঙ্কিত আগরওয়াল, প্রেসিডেন্ট মেট্রোপলিটন শিব শংকর সরকার সহ অন্যান্য ব্যক্তিরা।