১জুন,শিলিগুড়িঃ
এই কোভিড মহামারী কালে চলছে সরকারি বিধি নিষেধ, আরে বিধিনিষেধের কারণে বহু দিন এনে দিন খাওয়া মানুষের অর্থ সংকটে পড়েছে টান। এই ধরনের মানুষদের কথা যেমন মাথায় তারা রাখেন, পাশাপাশি পুলিশ প্রশাসন ফন্ট লাইনে যে ভাবে কাজ করে চলেছেন তাদের কথাও মাথায় রেখে “রোটারি ক্লাব শিলিগুড়ি মেট্রোপলিটন” আজ শিলিগুড়ি থানা, পানিট্যাঙ্কি আউটপোস্ট, ভক্তিনগর থানা, ভক্তিনগর ট্রাফিক গার্ড এই সমস্ত জায়গায় পুলিশ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়, বিস্কুট, কেক, স্যানিটাইজার, মাক্স, কুকিজ, কফি বোতল ইত্যাদি। এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অ্যাসিস্ট্যান্ট গভর্নর ডিস্ট্রিক্ট 3240, Zone 5, Rtn Sandeep Ghoshal, প্রেসিডেন্ট 20-21 Rtn Shiv Sankar Sarkar, সেক্রেটারি Rtn Rakesh Garg, প্রজেক্ট চেয়ারম্যান, Rtn Naveen Agarwal, Rtn Pawan Goyal, Rtn Sanjay Sharma, Rtn Ujjal Ghosh and Rtn Jyoti Dey সহ অন্যান্য ব্যক্তিরা।