২২অক্টোবর,শিলিগুড়ি: ওদলাবাড়ি মেজ বস্তির দুস্থ অসহায় মানুষদের মুখে একটু হাসি ফোটাতে পেরে খুশি, রোটারি ক্লাব শিলিগুড়ি মেট্রোপলিটন এর সদস্যরা। গতকাল মহা ষষ্ঠীর দিন রোটারি ক্লাব শিলিগুড়ি মেট্রোপলিটন এর পক্ষ থেকে ওদলাবাড়ির নিকট মেজ বস্তির দুঃস্থ অসহায় প্রায় 550 জনের হাতে দুর্গাপূজা উপলক্ষে উপহারস্বরূপ নতুন জামাকাপড় তাদের হাতে তুলে দেওয়া হয়, পাশাপাশি ওই জায়গায় রান্না করে তাদের খাওয়ানো হয় এবং সমস্ত সদস্যরাও তাদের সঙ্গে খাওয়া-দাওয়া করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার পক্ষে, শুভাশিস চ্যাটার্জী, সন্দীপ ঘোষাল, শিব শংকর সরকার, জ্যোতি দে সরকার, রাজেশ আগরওয়াল, রাকেশ গর্গ ও অন্যান্যরা।