১৮জুলাই,শিলিগুড়িঃ
রোটারী ক্লাব অফ শিলিগুড়ি মেট্রোপলিটন এবং শিলিগুড়ি ইসকন মন্দির কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে রবিবার ইসকন মন্দির প্রাঙ্গণে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
শুভ রথ যাত্রা এবং ইসকন প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্তা স্বামী প্রভুপাদের 125 তম জন্মজয়ন্তী উপলক্ষে এই মহতি রক্তদানের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, Sri Amit P Javalgi, (IPS) DIG, Darjeeling, সন্মানীয় অতিথি উত্তরবঙ্গ সংবাদ এর জেনারেল ম্যানেজার শ্রী প্রলয় চক্রবর্তী, রোটারি ক্লাবের পক্ষ থেকে রোটারিয়ান সন্দীপ ঘোষাল সহ রোটারী ক্লাবের অন্যান্য পদাধিকারীগন। Amit P Javalgi, IPS, DIG Darjeeling ওনি নিজেও রক্ত দান করেন, রক্ত দান করেন ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক নাম কৃষ্ণ দাস সহ অন্যান্য সাধুরাও বলে জানান, ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক নাম কৃষ্ণ দাস।
Home জেনারেল নিউজ রোটারি ক্লাব অফ শিলিগুড়ি মেট্রোপলিটন এবং শিলিগুড়ি ইসকন মন্দির কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে...