জেনারেল নিউজ রাজভবনে মহারাজ সাক্ষাৎ করলেন রাজ্যপালের সঙ্গে। By Banglar Barta News - December 27, 2020 0 277 Share Facebook Twitter Pinterest WhatsApp আজ রাজভবনে মহারাজ। আজ বিকাল নাগাদ সৌরভ গাঙ্গুলী রাজ্যপালের সঙ্গে প্রায় ঘণ্টা দুয়েক সাক্ষাৎ করলেন। সূত্রে খবর সৌজন্যমূলক সাক্ষাৎকার এটা। তবে রাজ্যপাল ও সৌরভ গাঙ্গুলীর এই সাক্ষাৎ নিয়ে রাজ্য রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।