৩০ডিসেম্বর,শিলিগুড়িঃ
বৃহস্পতিবার শিলিগুড়ি সেবক রোডে হোটেল সচিত্র উল্টোদিকে ডক্টর মোহন ডায়াবেটিস স্পেশালিটি সেন্টারের শুভ উদ্বোধন হল। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তিনি এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় আগামী 03 জানুয়ারি 2022 থেকে এই সেন্টারে অ্যাপোয়েন্টমেন্ট খোলা হবে। এদিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডঃ জিবি দাস।
ডক্টর মোহন ডায়াবেটিস স্পেশালিটি সেন্টারটি 1991 সালে তামিলনাড়ু চেন্নাই সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়। এই মুহূর্তে সেন্টারটির ভারতের মধ্যে পঞ্চাশটি ডায়াবেটিস কেন্দ্র এবং ক্লিনিক রয়েছে। এদিনের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে
ডঃ মনোদীপ আচার্য ডায়াবেটিস রোগ সম্বন্ধে বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।