মেয়েদের সুরক্ষার জন্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ অভিনব উদ্যোগ নিল, যার নাম “বাঘিনী”

0
241

১১ডিসেম্বর,শিলিগুড়ি:
এবার মেয়েদের সুরক্ষার কথা ভেবে শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হলো যার নাম “বাঘিনী”।
তারা যেনো নিজেদের সুরক্ষা নিজেরাই করতে পারেন। নিজেদের আত্মরক্ষার জন্য তাদের বিশেষ কিছু প্রশিক্ষণ দেওয়া হবে, শিলিগুড়ির মোট ৫০টি সংস্থা থেকে ১৭ বছরের ঊর্ধ্বে মোট ১০০ জন মেয়ে ও মহিলাদের ৪ দিনের এই প্রশিক্ষণ দেওয়া হবে।
এর আগেও মেয়েদের সুরক্ষার জন্য শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের পক্ষ থেকে “উইনার্স” নামে মেয়েদের একটি স্কোয়াড মোতায়ন করা হয়, যারা শহরের বিভিন্ন জায়গায় রয়েছেন মেয়েদের সুরক্ষার জন্য। প্রশিক্ষণ নিতে আসা মেয়েরা জানান পুলিশের এই উদ্যোগে অনেকটাই খুশি তারা। শনিবার বাঘিনী ১ এর শুভ উদ্বোধন করেন শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা। এদিন তিনি জানান, মেয়েদের সুরক্ষার কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং পরবর্তীতে আরো মেয়ে ও মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি তিনি জানান, এই উদ্যোগে মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন রকম আইনি নিয়ম কানুন সম্বন্ধেও তাদের সেখানো হবে এবং এর জন্য তাদের শিলিগুড়ির বিভিন্ন থানা, কন্ট্রোল রুম পরিদর্শনে নিয়ে যাওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here