মিত্র মাল্টিস্পেশালিটি হসপিটালে CCU ও ICU শুভ উদ্বোধন হলো।
———————————-
৬ফেব্রুয়ারি,শিলিগুড়িঃ
শিলিগুড়ি হাকিম পাড়া অবস্থিত মিত্র মাল্টিস্পেশালিটি হসপিটাল এর অত্যাধুনিক 26 বেড এর CCU ও ICU ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং ইনসেন্টিভ কেয়ার ইউনিট এর শুভ উদ্বোধন হল। এদিন এই ইউনিট এর ফিতে কেটে শুভ উদ্বোধন করেন এই হাসপাতালে প্রতিষ্ঠাতা প্রখ্যাত চিকিৎসক ডক্টর কেসি মিত্র। এছাড়াও এদিনের এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন এক ঝাঁক বিশিষ্ট চিকিৎসক বৃন্দ।