মাটিগাড়া থানার পুলিসের অভিযানে ব্রাউন সুগার সহ তিন ব্যক্তি গ্রেফতার।

0
373

২৯সেপ্টেম্বর,শিলিগুড়িঃ
গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ সোমবার রাতে সিটি সেন্টার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেলো, মাটিগাড়া থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে সিটি সেন্টার সংলগ্ন এলাকায় একটি বোলেরো পিকআপ ভ্যান থেকে গ্রেপ্তার করা হয় তিন জনকে এবং ওই তিনজনের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ১কেজি ২০০ গ্রাম ব্রাউন সুগার,উদ্ধার হওয়া ব্রাউন সুগার বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের মধ্যে দুজনের বাড়ি মালদা,একজনের বাড়ি শিলিগুড়ি বাঘাযতীন কলোনিতে, মাটিগাড়া থানা পুলিশ সূত্রে জানা গিয়েছেন ধৃতদের আজ আদালতে পাঠিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here