১৬ডিসেম্বর,শিলিগুড়িঃ
গোপন সূত্রে খবরের ভিত্তিতে মাটিগাড়া থানার অন্তর্গত রামঘাট এলাকায় মাটিগাড়া থানার পুলিশ শুক্রবার একটি বিল্ডিংয়ে হানা দিয়ে প্রচুর অবৈধ ব্যাংকের এটিএম কার্ড, চেকবুক, প্যান কার্ড সহ অন্যান্য নথিপত্র পুলিশ বাজেয়াপ্ত করে। অভিযোগ ওই বিল্ডিংয়ে বেআইনি মানি লন্ড্রিংয়ের কার্যকলাপ চলতো। পুলিশ সূত্রে জানা যায় এই চক্রটি অভিষেক বানসাল নামে এক ব্যক্তি পরিচালনা করেন। এই ঘটনার সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে আজ পুলিশ গ্রেপ্তার করে।
ধৃত তিন ব্যক্তি হলো সুজিত অধিকারী, রোহিত সিং এবং বিজয় কুমার মাহাতো। এই ঘটনার সঙ্গে জড়িত আরো বড় কোন চক্র আছে কিনা পুলিশ তদন্ত শুরু করেছে। শুক্রবার এই বিষয়ে মাটিগাড়া থানায় এক সাংবাদিক বৈঠকে শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী কি জানালেন শুনে নেওয়া যাক।