মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে পূণ্যার্থীদের ভিড় চোখে পড়ার মতো ছিলো।

0
351

১৪জানুয়ারি, দক্ষিণ২৪পরগণাঃ
ভোর থেকেই ছিল সাগরের বেলাভূমি জুড়ে পুণ্যার্থীদের ভিড়, গরুর লেজ ধরে বৈতরণী পার হয়ে সাগরে কয়েকটা ডুব দিয়ে পুণ্য লাভের আশায় পুণ্যার্থীরা কপিল মুনির মন্দিরে পুজো দিলেন। পুণ্যার্থী কম থাকলেও রাজ্য সরকার নিরাপত্তার দিক থেকে কোন খামতি রাখতে চায়নি,
প্রতিনিয়ত আকাশে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হেলিকপ্টার ও জলেও স্পিড বোর্ড চালিয়ে নজরদারি চলে। পাশাপাশি সিভিল ডিফেন্সের কর্মীরাও তৎপর। ভোর থেকেই পুণ্যার্থীরা স্নান করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পূণ্যার্থীদের ভিড়টা সাগরের বেলাভূমি জুড়ে চোখে পড়ার মতো ছিল। এদিকে স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখে জেলা প্রশাসন ও তৎপর ছিলো। বারবার মাইকিং করে পুণ্যার্থী পর্যটকদের জানানো হচ্ছে মাক্স পরার কথা, এমনকি যাদের মুখে মাক্স নেই ,তাদেরকে মাক্স দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here