ভিন রাজ্যে পাচারের আগে অবৈধ প্রচুর শব্দবাজি আটক করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।

0
269

ভিন রাজ্যে পাচারের আগে বিপুল পরিমানে শব্দবাজি আটক করলো NJP থানার পুলিশ।
———————————
১৩অক্টোবর,শিলিগুড়িঃ
উত্তর- পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে শিলিগুড়ি তথা ফুলবাড়িকে ব্যাবহার করে তাই সই চলছে অবৈধ নানা কারবারের ঘটনা। এই ধরনের কারবার চালাচ্ছে বেশ কিছু অসাধু ব্যাবসায়ী। এমনই ফের ফুলবাড়ি হয়ে আসামে পাচারের আগে NJP থানার সাদা পোশাকের পুলিশের হাতে আটক হল প্রায় ১০ লক্ষ টাকার শব্দবাজি। এই ঘটনায় দুজন গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা হল কাশ্মিরের বাসিন্দা। জানা যায়, কলকাতা থেকে একটি শব্দবাজি বোঝাই ট্রাক ফুলবাড়ি হয়ে আসামের দিকে যাচ্ছিল। গোপন সুত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ি জটিয়াকালি এলাকায় NJP থানার সাদা পোশাকের পুলিশ ফাঁদ পেতে বসে। এর পরই একটি ট্রাক আটক করে ট্রাকে তল্লাশি চালাতে উদ্ধার হয় অবৈধ শব্দবাজি। এই ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here