২৮অক্টোবর,শিলিগুড়ি:
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে গ্রেফতার তিন,উদ্ধার ১কেজি ব্রাউন সুগার। শিলিগুড়ি থানার অন্তর্গত জলপাই মোড় এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মালদা থেকে আসা একটি পণ্য বোঝাই পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে ওই ব্রাউন সুগার। উদ্ধার হওয়া ব্রাউন সুগার এর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে রসুন বোঝাই পিকআপ ভ্যান এর ভেতরে রাখা ছিল ব্রাউন সুগার এর প্যাকেট।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি জয় টুডু এবং এসিপি শুভেন্দু কুমার এই বিষয় নিয়ে আজ এক শিলিগুড়ি থানায় সাংবাদিক বৈঠক করেন।