বিশ্বাস কমিউনিকেশন এর শুভ উদ্বোধন হল।

0
430

৭ফেব্রুয়ারি,শিলিগুড়িঃ ইলেকট্রনিক্স জগতে একটি বিশ্বস্ত নাম শিলিগুড়ি ইসকন মন্দিরে বিশ্বাস কমিউনিকেশন। রবিবার শীতের সন্ধ্যায় শুভ উদ্বোধন হল শিলিগুড়ি ইসকন মন্দির বিশ্বাস কমিউনিকেশন ইলেকট্রনিক্সের সুসজ্জিত শোরুম। এদিনের এই নতুন শোরুম এর শুভ উদ্বোধন করেন 40 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কো-অর্ডিনেটর সত্যজিৎ অধিকারী।
অল কাইন্ড অফ ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিভিন্ন নামিদামি কোম্পানির যেমন মোবাইল, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন সহ অন্যান্য জিনিস। এই শোরুম এর কর্ণধার বাপ্পা বিশ্বাস জানান, আগামী 15 দিন ধরে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার প্রতিটি কেনাকাটার উপর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here