৩ডিসেম্বর,শিলিগুড়িঃ বিমল গুরুংয়ের জনসভার স্থান পরিবর্তন। ৬ ডিসেম্বর সভা হওয়ার কথা ছিলো শিলিগুড়ির বাঘাযতীন পার্কে। কিন্তু আপাতত স্থির হয়েছে সভা হবে গান্ধী ময়দানে। মাঠ ছোটো হওয়ায় স্থান পরিবর্তন করার সিদ্ধান্ত। সভায় প্রায় দেড় লাখ লোকের জমায়েত হবে বলে দাবী বিমলপন্থীদের। সভার পর আপাতত শিলগুড়িতেই ঘাঁটি গাড়বেন বিমল। পাহাড়ে যাওয়ার দিনক্ষন চূড়ান্ত হয়নি। শিলিগুড়িকে মধ্যমণি করেই বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করবেন তিনি। একুশের লড়াইয়ে বিজেপিকে মোক্ষম জবাব দেওয়া হবে। ঘোষণা বিমলপন্থী মোর্চার সহ সভাপতি বিশাল ছেত্রীর।