৮অক্টোবর,কলকাতাঃ
বিজেপির যুবমোর্চার নবান্ন অভিযানকে ঘিরে হাওড়া ময়দান চত্বর আজ রনক্ষেত্রের চেহারা নেয়।
নবান্ন অভিযানের আগে হাওড়া ব্রীজের নীচে অস্থায়ী একটি মঞ্চ তৈরি করে সেখানে ভাষণ দেন বি জে পির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য্য, বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁন,সাংসদ নিশীথ প্রামাণিক, বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারন সম্পাদক সঞ্জয় সিং ,বি জে পির হাওড়া সদর কমিটির সভাপতি সুরজিৎ সাহা প্রমুখ।
হাওড়া ব্রিজের সভা শেষে হাজার খানেক বি জে পি সমর্থক হাওড়ার জি টি রোড ধরে মিছিল করে নবান্নের দিকে এগিয়ে যান। ওই জি টি রোডের মল্লিক ফটকের কাছে পুলিশ দ্বিস্তরীয় ব্যারিকেড করা হয়েছিল । দ্বিতীয় ব্যারিকেডের পেছনে ছিলেন কয়েকশো পুলিশ ও RAF.
দ্বিতীয় ব্যারিকেড ভাঙ্গতে গেলে পুলিশের সাথে বি জে পির যুব মোর্চার কর্মীরা ধ্বস্তাধ্বস্তি হয়। তবে বি জে পির সমর্থকরা প্রথম ব্যারিকেড ভেঙ্গে ফেললে ও দ্বিতীয় সমর্থকরা সেই ব্যারিকেড ভাঙ্গতে পারেনি।
দ্বিতীয় ব্যারিকেড ভাঙ্গার সময় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ।এই সময় পুলিশ প্রথমে লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে। কিন্তু এই সময় বিক্ষোভকারীদের দিক থেকে ইট ছুড়তে দেখা যায়। বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে বলে পূলিশের অভিযোগ।এই সময় পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এদিকে পুলিশের টিয়ার গ্যাস অন্যদিকে বিক্ষোভকারীদের দিক থেকে ইট ছুটে আসছে, সব মিলিয়ে রনক্ষেত্র চেহেরায় পরিনত হয়। এই সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছুড়তে থাকে। একদিকে ইট বৃষ্টি,অন্যদিকে টিয়ারগ্যাস , জলকামান সব মিলিয়ে হাওড়া ময়দান সংলগ্ন এলাকা তখন ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়। এইসময় পুলিশ এগিয়ে গেলে বিক্ষোভকারীরা পিছু হটতে থাকে।