বাবার সাথে ব্যবসার কাজে সহযোগিতা করেও মাধ্যমিকে ভালো ফল করলো পৃথানু।
৪মে,শিলিগুড়িঃ
দ্য পাঠভবন মিশন হাই স্কুলের ছাত্র পৃথানু সেন তার বাবাকে ব্যবসার কাজে সহযোগিতা করার পরেও মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করলো,
তার প্রাপ্ত নম্বর 646, শিলিগুড়ির আশিঘর নরেশ মোড়, তেলিপাড়া এলাকার বাসিন্দা শংকর সেন ও স্বপ্না সেনের বড় ছেলে পৃথানু। ছোট থেকেই নম্র, শান্ত, ভদ্র প্রকৃতির ছেলে পৃথানু, তার কোন গৃহশিক্ষক ছিল না। এর মধ্যেও সে মাধ্যমিকে ভালো ফল করতে সক্ষম হয়েছে, তবে এতে করে পৃথানু পুরোপুরি খুশি নয়, সে জানালো তার এই ফল আরো ভালো হলে সে বেশি খুশি হত, তবে আগামী দিনে সে আরো ভালো রেজাল্ট করার চেষ্টা করবে গুরুজনদের আশীর্বাদ ও শুভকামনা নিয়ে। শুনে নেওয়া যাক পৃথানু এবং তার মা স্বপ্না সেন কি জানালেন।