বাগডোগরা বিমানবন্দর 15 দিন বন্ধ থাকবে।

0
267

বাগডোগরা বিমানবন্দর
15 দিন বন্ধ থাকবে।
———————————
১১এপ্রিলঃশিলিগুড়ি, বাগডোগরাঃ
রানওয়ে সংস্কারের প্রয়োজনে চলতি মাসের আজ থেকে ১১এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বাগডোগরা বিমানবন্দর বন্ধ থাকবে। বায়ুসেনার আরজি মেনে বিমানবন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বলে জানা যায়।
এই বিমানবন্দরে প্রতিদিন ৩৬টি বিমান ওঠানামা করে। প্রতিদিন গড়ে ৮ থেকে ৯ হাজার যাত্রী যাতায়াত করেন। এছাড়াও বাগডোগরা হয়ে বেশ কিছু বড় বিমান চলাচল করে। আবার এই বিমানবন্দরের উপর নেপাল, ভুটান, বাংলাদেশের পাশাপাশি সিকিম, বিহার ও অসম রাজ্যের মানুষও নির্ভরশীল। বিমানবন্দর একটানা 15 দিন বন্ধ থাকলে পর্যটন-সহ অন্যান্য ব্যবসায় জড়িত বহু মানুষের রোজগারে ধাক্কা খাবে বলে সাধারণ মানুষের ধারণা।
উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ এই বিমানবন্দর বন্ধের খবরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পর্যটন ব্যবসায়ী-সহ সাধারণ যাত্রীদের। এই বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের অধিকর্তা কি জানালেন শুনে নেওয়া যাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here