৮অাগাস্ট,বীরভূম, শান্তিনিকেতনঃ
আজ ২২শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস। করোনা আবহের জেরে কার্যত ম্লান বীরভূম জেলার শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতনে উপাসনা গৃহে রবীন্দ্র সঙ্গীত, বৈদিক মন্ত্র পাঠের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ বেশ কিছু অধ্যাপক অধ্যাপিকা এবং অন্যান্য
আধিকারিকেরা। কোভিড বিধি মাথায় রেখে পর্যটকদের প্রবেশে বাধা নিষেধ রয়েছে, তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।