১৯ডিসেম্বর,আসানসোল:
প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মোমের মূর্তি উন্মোচন করলেন মন্ত্রী মলয় ঘটক।
এদিন আসানসোলের বিদ্যাসাগর আর্ট অফ গ্যালারিতে এই মূর্তির উন্মোচন করা হয়েছে।
এই অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও ADDA এর চেয়ারম্যান তাপস ব্যানার্জি, রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সোমাত্মানন্দজী, আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, শিল্পী সুশান্ত রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত সৌমিত্র চট্টোপাধ্যায়ের মোমের মূর্তি শিল্পী সুশান্ত রায় তৈরি করেছেন।এর পাশাপাশি শিল্পী সুশান্ত রায়ের তৈরী আরও অনেক মোমের মূর্তি এই আর্ট গ্যালারিতে রাখা আছে।