পাখিদের জন্য খাবার উদ্যোগ নিল শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন।

0
348

২৪ডিসেম্বর,শিলিগুড়িঃ আজ ইউনিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পাখিদের জন্য খাওয়ার এক অভিনব উদ্যোক গ্রহণ করা হয়। আজকে ইস্ককন মন্দিরে সেগুলো কে স্থাপন করা হয়, পাখিরা খাওয়া, এবং জল দুটোই পাবে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবেশপ্রেমী দীপজ্যোতি চক্রবর্তী, শিলিগুড়ি ইসকন মন্দিরের সভাপতি আখিল আত্মা প্ৰিয় দাস, ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক
নাম কৃষ্ণ দাস সহ অন্যান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here