নিউ কোচবিহার স্টেশন থেকে উদ্ধার ৮ কেজি গাঁজা।
৬জানুয়ারি,নিউ কোচবিহারঃ
কর্তব্যরত জিআরপি ASI রাবণ সরকার এবং তার টিম নিউ কোচবিহার স্টেশনে দুই নম্বর প্লাটফর্মে গতকাল একটি ট্রেন ঢোকার পর জেনারেল বগিতে চেকিং করতে গিয়ে চোখে পড়ে একটি ব্যাগের মধ্যে বাদামী রঙের টেপ দিয়ে একটি প্যাকেট মোড়া রয়েছে সেটি থেকে উদ্ধার হয় ৮ কেজি গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ হাজার টাকা। এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা যায়।