১২জুলাই,শিলিগুড়িঃ
নবরূপে, নবসাজে সেজে উঠল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা। এই সবটাই শিলিগুড়ির ভক্তিনগর থানার আইসি অমরেশ সিং এর তত্ত্বাবধানে। থানায় ঢোকার প্রবেশ পথে সুন্দর সাইনবোর্ডে নীল সাদা ইংরেজি অক্ষরে লেখা ভক্তিনগর পুলিশ স্টেশন, থানা প্রাঙ্গণ পুরোটাই পাকা করে বাঁধিয়ে দেওয়া হয়েছে, থানার আইসি বসার যে চেম্বার সেটিও শীততাপ নিয়ন্ত্রিত ঝাঁ-চকচকে মনোরম একটি রূপ নিয়েছে। এই নতুন সাজে, নতুন রূপে ভক্তিনগর থানার আইসির চেম্বারটি শুভ উদ্বোধন করলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গৌরব শর্মা।(IPS), এছাড়াও উপস্থিত ছিলেন ডিসিপি, জয় টুডু, এসিপি শুভেন্দ্র কুমার, ভক্তিনগর থানার আইসি অমরেশ সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।