নতুন সাজে, নতুন রূপে হাইজেনিক পরিবেশে ভক্তি নগর থানা।
——————————–
২১ফেব্রুয়ারি,শিলিগুড়িঃ
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা নতুন সাজে, নতুন রূপে হাইজেনিক পরিবেশের মধ্যে থানা চত্বরে সুন্দর একটি ঠাকুরের মন্দির, জিম, কনফারেন্স রুম সহ বেশ কয়েকটি কক্ষের সোমবার শুভ উদ্বোধন করলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গৌরব শর্মা(IPS), এদিনের অনুষ্ঠানে পুলিশ কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও পুলিশকর্মীরা।