“দুয়ারে সরকার”
————————-
যার যখন
যেখানে দরকার,
আসছে আপনার
দুয়ারে সরকার।
৩ডিসেম্বর,শিলিগুড়ি:
রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর বাড়ির দুয়ারে নিয়ে এসেছে
“দুয়ারে সরকার” স্লোগানকে সামনে রেখে এক কর্মসূচি। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলি সুবিধা পেতে বা সহজ উপায়ে এই প্রকল্প গুলির আওতায় সাধারণ মানুষ যাতে আসতে পারেন গত ডিসেম্বরের ১তারিখ থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী জানুয়ারি মাস পর্যন্ত চলবে রাজ্যের বিভিন্ন জায়গায়, জায়গায়। আজ শিলিগুড়িতে ১৩ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কো-অর্ডিনেটর মানিক দে তারও ওয়ার্ডের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এই কর্মসূচির কাজ শুরু করলেন। তিনি কি জানালেন শুনে নেওয়া যাক।