দীঘার উদয়পুর বিচে চলছে মদ্যপানের বিরুদ্ধে পুলিশি অভিযান।

0
386

১১ডিসেম্বর,দীঘা,
আশীষ কুমার দুবেঃ

দীঘার উদয়পুরে সমুদ্র বিচে চলছে অবাধে মদ্যপান, সৈকত ধরে . যদিও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন থেকে জেলার সৈকত গুলির বিচে বসে মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ করা আছে।
কিন্তু যেভাবে সকাল থেকে বিকেল পর্যন্ত সমুদ্র বিচের উপরে টেবিল চেয়ার পেতে মদের আসর বসছে তাতে প্রশ্ন উঠছে দিঘা পুলিশ প্রশাসনের তাহলে কি নজরদারি কম চলছে।
বিচের স্থানীয় দোকানিরা বলেন মাঝেমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলে ধরপাকড় হয়।
আজ ও দিঘা পুলিশ অভিযান চালায় উদয়পুর বিচে এবং তুলে দেওয়া হয় মদ্যপান টুরিস্টদের। সূত্রের খবর, বিচের স্থানীয় দোকানিরদের মদতে চলে এসব বেআইনি মদ্যপান।
(দীঘা থেকে আশীষ কুমার দুবের রিপোর্ট)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here