৩অক্টোবর,দীঘা,
আশীষ কুমার দুবেঃ
কানাইদিঘী গ্রাম পঞ্চায়েত এলাকার কানাইদিঘী ৬ নং সংসদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র ঘোষিত কর্মসূচী পথশ্রী অভিযান প্রকল্পে কানাইদিঘী ” দশের মাইল হইতে কানাইদিঘী দেশপ্রান বিদ্যালয়” পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা সংস্কারের শুভ সূচনার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ চন্দ্র বেজ, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান দ্বিপান্বীতা ওঝা, পূর্তের সঞ্চালক শম্ভুরাম পাত্র, শিক্ষার সঞ্চালক সিদ্ধার্থশংকর পন্ডা, সদস্য মুকুল সাউ, সমাজসেবী চন্দন জানা, শিক্ষক অনুপ শাসমল, অতুল শাসমল, সুজন সাউ ,মিঠু মাইতি সহ স্থানীয় বহু শুভানুধ্যায়ীরা।