দিদিকে বলো ফোনে সমস্যা জানানো ব্যক্তিদের পাশে পর্যটন মন্ত্রী।
৩০অক্টোবর,শিলিগুড়ি:
দিদিকে বলো ফোনে বিভিন্ন ব্যক্তিরা তাদের রেশন কার্ড এর সমস্যা কন্যাশ্রী সমস্যা, রাস্তাঘাটের সমস্যা এইসব বিষয়গুলি দিদিকে বল ফোনে জানাবার পর, আজ শিলিগুড়ি আশিঘর মোড়ে একটি ভবনে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ও অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে সমস্যার কথা জানানো ব্যক্তিদের সাথে মন্ত্রী কথাবার্তা বলেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সমস্যাগুলি দ্রুত সমাধানের নির্দেশ দেন। এদিনের এই কর্মসূচিতে মন্ত্রী গৌতম দেব ছাড়াও উপস্থিত ছিলেন, শিলিগুড়ি কর্পোরেশনের পাঁচজন কো-অর্ডিনেটর দুলাল দত্ত, সত্যজিৎ অধিকারী, রবি রায়, চন্দ্রানী মন্ডল, অলক ভক্ত এবং ডাবগ্রাম-২ পঞ্চায়েত
প্রধান শুধা সিংহ চ্যাটার্জী।