দিঘাতে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উদযাপন করা হল।

0
387

২অক্টোবর,দীঘা,
আশীষ কুমার দুবেঃ
দীঘাতে সাড়ম্বরে পালিত হলো জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্ম জয়ন্তী। আজ দীঘার “সম্প্রীতি” ক্লাব এর পক্ষ থেকে দীঘাকে ক্লিন দীঘা করার প্রোগ্রাম করা হয় এবং পর্যটকদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়, করোনা সংক্রান্ত বিষয় নিয়ে সতর্কতা করেন সকল মানুষকে,
ক্লাব এর সভাপতি কমল আদক বলেন, গান্ধী জয়ন্তীর মাধ্যমে মানুষের সাথে মানুষের সম্প্রীতি ভালোবাসা আরও অটুট হোক তারই বার্তা দেন এবং তিনি বলেন মহাত্মা গান্ধীর দেখানো পথে আমরা যদি চলি তাহলে হিংসা বলে কিছু থাকবে না।
রামনগর ১ এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা ভাস্বতী সান্ডোউ বলেন, “সম্প্রীতি” ক্লাব এর কার্যক্রম দীঘাকে একটা নতুন মাত্রা দেয় এবং গান্ধীজির জন্ম দিনে তিনি করোনা রুগীদের আরোগ্য কামনা করেন।
এবং তিনি বহু পর্যটকদের মাস্ক নিজে হাতে পরিয়ে দেন, পাশাপাশি দীঘায় আসা পর্যটকদের মাস্ক পড়া বাধ্য মূলক সেটা পুলিশ প্রশাসন দেখার অনুরোধ জানান। ( দীঘা থেকে আশীষ কুমার দুবের রিপোর্ট)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here