দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার ছ্ট ঘাট পরিদর্শনে।

0
365

১১নভেম্বর,শিলিগুড়ি:
শিলিগুড়ি এয়ার ভিউ মোড়ে মহানন্দার ব্রিজের নিচে ছ্ট ঘাট পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন শিলিগুড়ি করপোরেশনের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান তথা শিলিগুড়ি বিধায়ক অশোক ভট্টাচার্য।
এরপর অন্যদিকে এই ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌছায় দার্জিলিং জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার। তিনি বলেন অবিলম্বে যে প্রাচীর দেওয়া হয়েছে তার মাঝখান দিয়ে গেট করে দেবার দাবিও তোলেন। যাতে ছট পুজো দিতে আসা ভক্তরা নদীতে নেমে সহজেই তারা পূজো করতে পারেন। সকালে অশোক ভট্টাচার্য পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়েন সেই বিষয়ে জানতে চাওয়া হলে রঞ্জনবাবু বলেন ওনার বয়স হয়েছে ওনার এখন বাড়িতেই বসে থাকা প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here