ডালখোলা
উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার নিচিতপুর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝায় বাস।। ঘটনায় বাসে থাকা ১০ থেকে ১২ জন যাত্রী জখম হয়েছে।। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় বিহারের কিষানগঞ্জ মেডিক্যালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের স্হানীয় চিকিৎসালয়ে সাধারণ চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে শিলিগুড়ির দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল।। ডালখোলা থানার নিচিতপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর পালটি করে যায়।। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডালখোলা থানার পুলিশ।। পুলিশ জখমদের চিকিৎসার জন্য পাঠানোর পাশাপাশি ক্রেন দিয়ে বাসটিকে সরানোর চেষ্টা করছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।