ডঃ মলয় চক্রবর্তী’র তত্ত্বাবধানে সফল ব্রেন টিউমার অপারেশন।

0
342

ডঃ মলয় চক্রবর্তী’র তত্ত্বাবধানে সফল ব্রেন টিউমার অপারেশন।

৪জুলাই,শিলিগুড়িঃ
গত মাসের ২৪ তারিখ ব্রেন টিউমার নিয়ে শিলিগুড়িতে উত্তরবঙ্গের প্রখ্যাত নিউরোসার্জন
ডঃ মলয় চক্রবর্তীর নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন বানারহাটের ৫৮ বছর বয়সী রূপ বাহাদুর লামা নামে এক ব্যক্তি। চিকিৎসা জগতে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগীটি কে পরীক্ষা করে দেখা যায় তার ব্রেনে টিউমারটি বড় আকারের রয়েছে।
যার ফলে তার মাথা ব্যাথা সহ রোগীর বাম সাইডটা অকেজ হয়ে পরে। তৎক্ষণাৎ ডঃ মলয় চক্রবর্তী তত্ত্বাবধানে তার অস্ত্রপচার করা হয়। বর্তমানে রোগীটি সুস্থ আছেন। তবে, তার টিউমারটি বায়েপসি টেস্ট করাতে পাঠানো হবে। তারপর পরবর্তী পদক্ষেপ নিয়ে চিকিৎসা করা হবে। চিকিৎসক মলয় চক্রবর্তী জানান, স্বাস্থ্য সাথী কার্ডের দ্বারা রোগীটিকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here