৯সেপ্টেম্বর,বীরভূম,
তারাপীঠঃ
টানা ছয় দিন পর আজ থেকে ভক্তদের জন্য খুলে গেল তারাপীঠের মন্দির। সকাল থেকেই ভক্তদের সমাগম মায়ের মন্দিরে।
গত ৬ ই তারিখ ছিল কৌশিকী আমাবস্যা। কোভিডের কারনে গত
৩ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত দর্শনার্থীদের তারাপীঠ মন্দিরে প্রবেশ নিষেধ ছিল।
কোন দর্শনার্থী মন্দিরে প্রবেশ করতে পারেন নি। আজ থেকে সকল ভক্তদের জন্য খুলে গেল মন্দির। আগের মত মা তারা কে পুজো দিতে পারবেন ভক্তরা।