২৮ সেপ্টেম্বর, শিলিগুড়িঃ চুরির সামগ্রী কেনার অপরাধে শিলিগুড়ির এক স্বর্ন ব্যাবসায়ীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি ভক্তি নগর থানার পুলিশ।এদিন পুলিশ সুত্রে জানা গিয়েছে গত ১৮ই আগষ্ট শিলিগুড়ির শাস্তিনগর এলাকায় একটি বাড়ীতে কেউ না থাকার সূযোগ নিয়ে দুস্কৃতিরা তালা ভেঙ্গে সোনার অলঙ্কার সহ বিভিন্ন সামগ্রি নিয়ে চম্পট দেয়।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভক্তিনগর থানার সাদা পোষাকের পুলিশ।চুরির ঘটনায় যুক্ত থাকায় মূল অভিযুক্ত সন্দীপ নাথকে উত্তর ২৪পরগনার নৈহাটি থেকে গ্রেপ্তার করে পুলিশ।রিমান্ডে নিয়ে পুলিশ সন্দ্বীপকে জিঞ্জাসাবাদ করে ঘটনায় যুক্ত থাকায় শিলিগুড়ির দুই বাসিন্দা মহঃসাহিদ ও একবাল নজরুলকে গ্রেপ্তার করে পুলিশ জানতে পারে চুরির পর সামগ্রী ভাগবাটোয়ারা করে তারা শিলিগুড়ির একটি সোনার দোকানে সামগ্রী বিক্রি করে।ধৃতদের কথা মত শিলিগুড়ির আশরাফ নগরের স্বর্ন ব্যাবসায়ী ওম প্রকাশ প্রসাদের দোকানে হানা দিয়ে চুরি যাওয়া ৭৫গ্রাম সোনার অলঙ্কার উদ্ধার করে।চুরির সামগ্রী কেনার অপরাধে এক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন ধৃত তিনজনকে সোমবার আদালতে তোলা পাঠানো হয়।