২৩মে,মেটেলিঃ
চা বাগান থেকে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের পচাগলা দেহ উদ্ধার করা হলো। সোমবার সকালে মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের শিব বাড়ি সেকশন থেকে ওই চিতা বাঘের দেহটি উদ্ধার করা হয়। এদিন চা বাগানে কাজ করার সময় শ্রমিকরা ওই চিতা বাঘের পচা গন্ধ পায়। এর পরেই কাছে গিয়ে দেখেন যে একটি চিতা বাঘের পচাগলা দেহ চা বাগানের মধ্যে পরে আছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাগান ম্যানেজার। খবর যায় খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে চিতা বাঘের দেহ টি উদ্ধার করে নিয়ে যান। চিতাবাঘ পূর্ণবয়স্ক ছিল বলে জানা যায়। মৃত চিতা বাঘটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বনদপ্তর।