গৌরীশংকর মার্কেট ব্যবসায়ী সমিতির সামাজিক কর্মকাণ্ড।
——————————-
২১জুন,শিলিগুড়িঃ
অতি মহামারী কারণে বহু দিন এনে দিন খাওয়া মানুষ আজ অসহায় এর মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, কর্মসংস্থান সেভাবে নেই, আর এই সমস্ত মানুষগুলোর কথা গৌরীশংকর ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা মাথায় রেখে, গত 16 তারিখ থেকে লাগাতার দুস্থ অসহায় ক্ষুধার্ত মানুষগুলোর মুখে রান্না করা আহার তুলে দিচ্ছেন। এক এক দিন এক এক রকমের আইটেম এর খাবার তারা মানুষের হাতে তুলে দিচ্ছেন।