গোপন সূত্রের খবরের ভিত্তিতে প্যাঙ্গোলিন এর আঁশ সমেত দুই ব্যক্তিকে আটক করল বনদপ্তর।

0
366

প্যাঙ্গোলিন এর আঁশ সমেত
দুই ব্যক্তিকে আটক
করল বনদপ্তর।
——————————
৩নভেম্বর,শিলিগুড়িঃ
গোপন সূত্রের খবরের ভিত্তিতে ডিএফও হরকিষণ সাহেবের এর নির্দেশ মতো শালুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে গতকাল রাত্রে মাটিগাড়া বালাসন ব্রিজ এর কাছে মোটরবাইক সমেত দুই ব্যক্তিকে আটক করে বনদপ্তর, এরপর তল্লাশি করে তাদের কাছ থেকে 4 কেজি 467 গ্রাম প্যাঙ্গোলিন এর আঁশ উদ্ধার হয়। ধৃত ব্যক্তিরা জেরায় জানায় প্যাঙ্গোলিন এর আঁশ আসাম থেকে নেপালে বিক্রি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ধৃৃতরা আরও জানায়, পার কেজি 1 লক্ষ টাকায় তারা এই প্যাঙ্গোলিন এর আঁশ গুলো বিক্রি করতো। জানা যায় ধৃত ব্যক্তিরা জলপাইগুড়ির বাসিন্দা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here