৪নভেম্বর,শিলিগুড়ি: পুলিশের সক্রিয়তায় ইতিমধ্যে গাঁজা সহ বেশ কিছু গাজা পাচারকারী আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
তারপরেও কিন্তু থেমে থাকেনি এই পাচার চক্র।নিয়মিত কোনো না কোনোভাবে লাগাতার এমন পাচারে যুক্ত হচ্ছে পাচারকারীরা।
তবে এবার সরাসরি নয় পুলিশের চোখে ধুলো দিতে পথ পরিবর্তন করে শিলিগুড়ি ঢোকার আগেই পুলিশের হাতে ধরা পড়ে পাচারকারীরা।
আর এমনই কারবার করতে গিয়ে NJP থানার সাদা পোশাকের পুলিশের হাতে গ্রেপ্তার হয় ২ ব্যক্তি।মঙ্গলবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে মার্ডার মোড় এলাকা থেকে ১১ কিলো গাঁজা সহ গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে, যাদের নাম সুশান্ত মহন্ত, শিবেন রায়। দুজনেরই বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে।
জানা যায়, স্কুল ব্যাগে করে কোচবিহার থেকে হিলিতে গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তারা।
বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত করছে এদের পিছনে আর বড় কোনো চক্র আছে কিনা।