কাক পাখির মলত্যাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি নোংরা অবস্থায় অবহেলায়।

0
465

মাথার উপর বিনা ছাউনি

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির,

কাক পাখির মলত্যাগে বিদ্যাসাগরের মূর্তি নোংরা

#অবস্থায় অবহেলায়।

২২নভেম্বর,শিলিগুড়ি:
বর্ণপরিচয় এর স্রষ্টা পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের সকলের হৃদয়ের মনের মনিকোঠায় আজও বিরাজমান। শিলিগুড়ি চিল্ড্রেন পার্কে বিদ্যাসাগরের মূর্তিতে তার জন্মদিনে ঘটা করে সর্বস্তরের মানুষ এসে পুষ্প ও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। কিন্তু এমন একজন মহান ব্যক্তির মূর্তির মাথার উপর নেই কোন ছাউনি, যার ফলে কাক পাখীতে মল ত্যাগ করার কারনে এই মহান ব্যক্তির মূর্তি নোংরা অবস্থায় অবহেলায় থাকে। এই মহান ব্যক্তির মূর্তির
মাথার উপর ছাউনি দেওয়ার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ যদি একটু কৃপা দৃষ্টি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here