অসহায় দুস্থ মানুষের গায়ে কম্বল তুলে দিলেন কলেজ পড়ুয়ারা।
———————————
২৬ডিসেম্বর,শিলিগুড়িঃ
আগামী প্রজন্মের ভবিষ্যত আমরা যাদের বলে থাকি সেই উঠতি ইয়াং কলেজ পড়ুয়ারা এগিয়ে এলো শহর শিলিগুড়ি রাস্তার ধারে রাতে শুয়ে থাকা অসহায় মানুষগুলোর গায়ে শীতবস্ত্র( কম্বল) তুলে দিতে। 25 শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে কলেজ পড়ুয়া সায়ন সাহার উদ্যোগে রাত থেকে ভোর অবধি শহরের রাস্তার পাশে শুয়ে থাকা অসহায় গরীব মানুষগুলোর গায়ে বিভিন্ন জায়গা মিলিয়ে প্রায় 115 টি কম্বল তুলে দিলেন। সায়ন এর সঙ্গে উদার মানসিকতা নিয়ে তার যে অন্যান্য বন্ধুরা সঙ্গে ছিলেন তারা হলেন, হিমানীশ রায়, শুভদীপ রায়, রাহুল বড়ুয়া, রোহিত বড়ুয়া, অঙ্কিত ঘোষ, রুপম পাল, কুন্তল চক্রবর্তী, অভিষেক রায়, রাজ পাশওয়ান, পঙ্কজ মাহাতো, আয়ুস, আদর্শ সরকার ও সৌভিক দাসগুপ্ত। এই কলেজ পড়ুয়ারা সকলেই জানান, আগামী দিনেও তারা অসহায় দুস্থ মানুষের পাশে থেকে সামাজিক কাজ করে যাবার চেষ্টা চালিয়ে যাবে।