ওড়িশি নৃত্যের কর্মশালা শিলিগুড়ি ও কোচবিহার।

0
366

বন্দিদশা কাটিয়ে নৃত্য শিল্পীদের মঞ্চে ফেরা ও প্রথিতযশা নৃত্যগুরুর সান্নিধ্যে ওড়িশি নৃত্যের কর্মশালা।

বন্দিদশা কাটিয়ে নৃত্য শিল্পীদের মঞ্চে ফেরা ও প্রথিতযশা নৃত্যগুরুর সান্নিধ্যে ওড়িশি নৃত্যের কর্মশালা।

৯অক্টোবর,শিলিগুড়ি:
শিলিগুড়িতে 10,11, ও 12ই অক্টোবর পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের 2 নম্বর রুমে ( হলঘর) সকাল 11 টা থেকে
কোচবিহারে 13 এবং 14 অক্টোবর বাবু তারাপদ ভবন এ (কল্যাণ সংঘের কাছে) 11.30 টা থেকে অর্চক আয়োজিত ওড়িশি নৃত্যের কর্মশালা অনুষ্ঠিত হবে।
10 ই অক্টোবর বেলা 12 টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মশালার শুভ উদ্বোধন হবে ও 12 তারিখ সার্টিফিকেট প্রদান ও ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে
শিলিগুড়িতে এই পর্ব
শেষ হবে বলে জানান অর্চক এর কর্ণধার ও নৃত্য গুরু অদিতি দাস ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here